শুকর শিকারীর গুলিতে এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব সীমান্তবর্তী লোভাছড়া মুলাগুল এলাকায় গতকাল বুধবার বন্য শূকর শিকারীর গুলিতে এক বীরমুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। প্রত্যদর্শীদের কাছ থেকে জানা যায়, ভালুকমারা গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুস শুকুর (৪৫) উরফে মেঘালয় শুকুর গতকাল বুধবার সকাল আনুমানিক ১১টার সময় সীমান্ত এলাকায় অবস্থিত ভালুকমারা পাহাড় বেষ্টিত একটি ধান েেত ২টি শূকর দেখে শিকারের জন্য গুলি করে। গুলি ল্যভ্রষ্ট হয়ে ধান েেত মহিষ চরানোর সময় একই গ্রামের মৃত কনু মিয়ার পুত্র বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল্লাহ (৭০) ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার আর্ত-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় লোকজন জানিয়েছেন বন্য শূকর শিকারী আব্দুস শুকুর একজন চোরাকারবারী। সে দীর্ঘদিন ধরে নিজের কাছে ভারতীয় তৈরী অবৈধ কার্টিজ বন্দুক রেখে শূকর শিকার করে ভারতে খাসিয়াদের কাছে বিক্রি করে আসছিল। আহত গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হাসপাতালে কাতরকন্ঠে জানান, শূকর শিকার করার জন্য পরিকল্পিত ভাবে চোরাকারবারি আব্দুস শুকুর আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য গুলি করেছে। তিনি বলেন, গত বছর তার একটি মহিষ গুলি করে আব্দুস শুকুর মেরে ফেলে। পরে গ্রাম্য বিচারে তার ৩৫ হাজার টাকা জরিমানা হয়। এ ঘটনায় প্তি হয়ে মূলত সে আমাকে মহিষ চরানোর সময় পরিকল্পিত ভাবে গুলি করে আমাকে হত্যা করার জন্য এ হামলা করে। তার এ বক্তব্য সত্য বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধার পরিবারের প থেকে কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারী আব্দুস শুকুর ঘটনার পরই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।