বিশ্বনাথে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ

সমাজে থাকা অসুরদের দমনে সবাইকে সোচ্চার থাকতে হবে
————— শফিকুর রহমান চৌধুরী

photoবিশ্বনাথ প্রতিনিধি: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, মানুষের কল্যাণ, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ও সমাজকে সুন্দর রাখতে সমাজে থাকা অসুরদের দমনে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। সকল ধর্মের মানুষের ত্যাগ-তিথিক্ষার ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়ে ছিল বাংলাদেশ। যার ফলে বাংলাদেশে এখন সকল ধর্মের মানুষ ‘ঈদ-পূজা-পার্বন’ মিলেমিশে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন করেন। তিনি গতকাল মঙ্গলবার বিশ্বনাথে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের প্রায় দেড়শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর যৌথ উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিশি কান্ত পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্যে পরিচালনায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ডাকবাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিমল দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অজিত পাল। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রুপক দে, আইন সম্পাদক বিভাংশু গুন বিভু, সমাজ কল্যাণ সম্পাদক বাদল দে, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দে। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ মালাকার।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা রমা কান্ত দে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান, আইন সম্পাদক শফিকউদ্দিন স্বপন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, প্রবাসী আবদুল গফুর, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আরশ আলী, প্রচার সম্পাদক হারান দে, জেলা যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, সদস্য শাখাওয়াত হোসেন, জহুর আলী, আবদুল আজিজ সুমন, দুলাল মিয়া, সঞ্চিত আচার্য্য, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, উপজেলা তরুণ লীগের আহবায়ক কাওছার মিয়া প্রমুখ।