লতিফ সিদ্দিকী বিরুদ্ধে আদালতের সমন
সুরমা টাইমস ডেস্কঃ হজ নিয়ে গর্হিত মন্তব্য করায় আদালতে দায়ের করা দুটি মামলায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। আগামী ২৮ ও ৩০শে অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএমএম আবেদ রাজা এবং পূর্ব ইসলামবাগের চামড়া ব্যবসায়ী মো. বাদল মিয়া বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দুটি দায়ের করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। এদিকে আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রামে তিনটি এবং সিলেটে একটি মামলা দায়ের হয়েছে। রোববার মন্ত্রী এক অনুষ্ঠানে হজ, তাবলীগ জামাত এবং প্রধানমন্ত্রী পূত্র জয়কে নিয়ে বিরুপ মন্তব্য করেন। হজ সম্পর্কে তিনি বলেন, আমি জামায়াতের যতোটা বিরোধী তার চেয়ে ঘোর বিরোধী হজ এবং তাবলীগের।