মৌলভীবাজারে রাস্তা বন্ধ করে পশুর হাট
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোকামবাজারে স্থানীয় আওয়ামীলীগ নেতারা কয়েকটি গ্রামের চলাচলের রাস্তা বন্ধ করে পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে।অভিযোগে জানা যায়, এলাকাবাসীর আপত্তি সত্তেও ফতেপুর ইউনিয়নের মোকামবাজার এলাকার মুনিয়ার পার,ফতেপুর,শাহবাজপুর সহ ৪/৫ টি গ্রামের লক্ষাধিক মানুসের একমাত্র চলাচলের রাস্তা মুনিয়ারপার রাস্তার উপর স্থানীয় আওয়ামীলীগের নেতা মঙ্গল মিয়া,আবুল হোসেন মেম্বার সহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি গরুর হাট বসায়। এতে রাস্তায় চলাচলকারী হাজার-হাজার মানুসের চলাচলে বিঘ্ন ঘটছে।বিশেষ করে ঐ কয়েকটি গ্রামের মহিলারা চর্তুদিকে বন্যার পানি থাকায় একমাত্র রাস্তা দিয়ে চলাচল করতে পারছেনা।এদিকে রাস্তা বন্ধ করে গবাদ্ধিপশুর হাট বসানোর বিরোধিতা কারী স্থানীয় আওয়ামীলীগের বেশীর ভাগ নেতাকর্মী সহ এলাকার সাধারণ মানুসজন এ নিয়ে উপজেলা প্রশাসনে যোগাযোগ করে ও কোন প্রতিকার পাচ্ছেনা।ফলে এলাকাবাসীর মনে বিরাজ করছে ছাপা উত্তেজনা।আর এ উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটলে যেকোন সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ ব্যাপারে এ প্রতিবেদক রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মুজিবুর রহমানের মোবাইলে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্বভ হয়নি।তবে বাজার পরিচালনাকারী মঙ্গল মিয়া ও আবুল হোসেন মেম্বার জানান,রাস্তায় পশুর হাট বসানো হলে জনগনের চলাচলে কোন সমস্যা হচ্ছেনা।