এক মাসেও গ্রেপ্তার হয়নি মাসুকের খুনিরা : ডিসি ও কমিশনারের কাছে স্মারকলিপি
সিলেট সদর উপজেলার সাহেববাজার এলাকায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত মাশুক মিয়ার হত্যকারীরা দীর্ঘ এক মাসেও গ্রেপ্তার হয়নি। মাসুক হত্যার সঙ্গে জড়িত ট্রেড ইউনিয়ন নামধারী (কৃষক সংগ্রাম পরিষদ) সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সোমবার জেলা প্রশাসক ও পুলিশ কমিশনাÍ বরাবর সাহেবেরবাজারসহ বিভিন্ন গ্রামের তিনশতাধিক লোক স্বারিত স্বারকলিপি দেয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ট্রেড ইউনিয়ন নামধারী সশস্ত্র সন্ত্রসীদের কবলে সিলেটের বিমানবন্দর এলাকা । খুন খারাপি লুটপাট চাঁদাবাজিসহ এমন কোন অপকর্ম নেই যা দেদারছে করছে না তারা। তাদের সর্বশেষ টার্গেটের শিকার হয়েছে মাসুক। গত ২৯ আগস্ট তাকে কৃষক সংগ্রাম পরিষদ সন্ত্রাসীরা হত্যা করে। এরপর দীর্ঘ এক মাসেও খুনিদের গ্রেপ্তার করা হয়নি। ফলে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। স্বারকলিপিতে সই করেন মাওলানা আবদুল হান্নান, দেলওয়ার হোসেন, আবদুল হামিদ, মতিন খাঁ, ফয়জুর রহমান, আবদুল বাছিত, মতিউর রহমান, মোয়াজ্জিন হোসেন প্রমূখ। বিজ্ঞপ্তি