জামালগঞ্জে মোটরসাইকেল আরোহীর মৃত্য
জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়কে নিয়ন্ত্রন হারিয়ে ১ মোটর সাইকেল আরোহীর মৃত্য হয়েছে।মৃত্য ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের উওর কালাবাজ গ্রামের এখলাছুর রহমানের পুত্র মো. জিয়াউর রহমান (২৯)।এলাকাবাসী জানায়, রবিবার রাত সাড়ে এগারোটার দিকে জিয়াউর রহমান সেলিমগঞ্জ থেকে জামালগঞ্জ আসার পথে নায়াহাট গ্রামের কাছে এলে মোটর সাইকেল নিয়ন্ত্রন হােিরয়ে রাস্তায় ছেটকে পরে ঘটনা স্থলে সে মারা যায়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে আত্বীয় স্বজন তার লাশ বাড়িতে নিয়ে আসলে পরদিন সোমবার বিকালে জিয়াউর রহমানকে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। এব্যপারে জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ফয়জুল আলম মোহন জানান, ঘটনার সত্বত্যা স্বীকার করেন।