মুজাহিদ মসির ৩টি নতুন কবিতা
০১.
সত্যকে ধারণ
সত্যকে ধারণ করে যদি তোমরা সবল হও,
তবে একশ্রেণীর মানুষ তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে।
সত্যকে ধারণ করে যদি দুর্বল হও,
তবে তোমাকে বশ করতে তারা নিপীড়ন চালাবে।
সত্যধারকরা যদি নিপীড়িত কিংবা সংগ্রামী না হয়,
বুঝতে হবে তারা শান্তির খোঁজে অশান্তিতে মত্ত লোকদের মতই
বেঁচে আছে টিকই কিন্তু আত্মা তাদের গর্ভভ্রুনের ন্যায় নিষ্ক্রিয়।
২৮/০৯/২০১৪
পান্থনিবাস,পান্থপথ,ঢাকা
০২.
ধর্মবাজরা
সমগ্র সৃষ্টি আল্লাহ্র পরিবার রাসুলুল্লাহ্র বাণী,
ধর্ম নিয়ে কেন তবে এতো বিভেদ এতো হানাহানি?
অপব্যাখার ভ্রান্ত শিকলে সমাজকে যারা কুক্ষিগত করে তারাই ধর্মবাজ,
সত্যানুসারীদের ধামাচাপা দিয়ে করতে চায় অবিদ্যার রাক্ষসী সমাজ।
গুহার অন্ধকার দূর হয় না বয়ান করে সূর্যের বর্ণনা,
আলোকিত মানুষ ছাড়া শান্তির ঐ পথ কেউ দেখাতে পারে না।
যুগে যুগে যত বাণীবাহক আসছে মুক্তি দিতে ব্যাধিগ্রস্থ ধরা,
ধর্মবাজদের তান্ডবে রক্তাক্ত হয়েছে কত আল্লাহ্র প্রতিনিধিরা।
মুহাম্মদের প্রথম বিরোধিতাকারী কাবার ঐ পুরোহিতরা,
ক্রুশবিদ্ধ ঈসারও হত্যাকারী ক্ষমতা লোভী ধর্মবাজরা।
সত্যপ্রিয় দিব্যজ্ঞানীদের অপপ্রচার-চক্রান্তে মত্ত ধর্মবাজরা নিশিদিনে,
ধর্মের দূষণ করে যারা শয়তানের ঘনিষ্ঠ তারা বলা পবিত্র কোরআনে।
২৮/০৯/২০১৪
পান্থনিবাস,পান্থপথ,ঢাকা
০৩.
মধুচন্দ্রিমা
গভীর কুঞ্জবনে
পেয়েছি নির্জনে
অনন্ত হৃদয়কোনে ।
সবুজের সমারোহ
দিবা-রাত্রির বিরহ
তুমিহীনা দুর্বিষহ ।
আঁধারের পূর্ণিমা
মহিমার নাই সীমা