সড়ক দুর্ঘটনায় সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাসহ ৭ জন আহত

সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সিটি করপোরেশনের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে কর্পোরেশনের চিফ কনজারভেন্টি অফিসার হানিফুর রহমানসহ ৭ জন আহত হয়েছেন। রবিবার রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মনজু জানান- রবিবার রাতে সিটি করপোরেশনের কনজারভেন্টি সেকশনের লোকজন নিয়ে একটি পিকআপ দক্ষিণ সুরমাস্থ ডাম্পিং গ্রাউন্ডে যাচ্ছিল। পথিমধ্যে শিববাড়িতে পৌঁছার পর ব্রেকফেল করলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে গাড়ির সকল আরাহীই আঘাতপ্রাপ্ত হন।
আহতদের প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন- সিটি করপোরেশনের চিফ কনজারভেন্টি অফিসার হানিফুর রহমান, সহকারী পরিদর্শক তোতা, নাসির, বিলাল, জুবায়ের, মামেদ, গাড়ি চালক লিটন। আহতদের মধ্যে তোতা মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে ছুটে যান সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।