শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ায় শাবি ছাড়ছে শিক্ষার্থীরা
সুরমা টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশের উপর হামলার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রেখেছে শাবিপ্রবি ছাত্রলীগ । এদিকে ছাত্রলীগ নেতার উপর আমলার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বাইরে হামলার ঘটনায় অধিকতর তথ্য সংগ্রহ এবং বিশ্লেষনের জন্য পাঁচ সদস্যর একটি এবং অভ্যন্তরীন নিরাপত্তার জন্য আরেকটি কমিটি গঠন করা হয়েছে। ক্যাম্পাস পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সোমবার পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ঈদ ও দূর্গা পূজার বন্ধের আগেই শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ায় ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে শিক্ষার্থীরা । শুক্রবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে তিনটি ছাত্রহল ও দুটি ছাত্রীহলের অনেক শিক্ষার্থী হল ত্যাগ করে।