জকিগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ নিরীহ যুবককে ছিনিয়ে নিল জনতা
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের কালিগঞ্জে নিরীহ এক যুবককে ১০ বোতল ফেন্সিডিল দিয়ে সাজিয়ে আটকের সময় হাত কড়া সহ পুলিশের হাত থেকে যুবককে ছিনিয়ে নিল স্থানীয় জনতা। জানাগেছে কালিগঞ্জ বাজারের বলু মার্কেটের সামনের পান দোকানী সাদ্দাম হোসেনকে বুধবার রাতে জকিগঞ্জ থানার এসআই শরীফ উদ্দিন ফোর্স নিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করতে গেলে স্থানীয় বিক্ষোব্ধ জনতার জনরোষে পড়েন। এসময় পুলিশ সদস্যদের মারপিঠ করে অবরুদ্ধ করে রাখে বিক্ষোব্ধ জনতা। জকিগঞ্জ থানার এসআই শরীফ উদ্দিন জানান, সোর্সের তথ্যের মাধ্যমে ফেন্সিডিল আটক করতে যাই। সাদ্দাম ছেলেটি ভালো ষড়যন্ত্রমূলকভাবে তাকে সাজানো হয়েছে। এঘটনা সোর্সের ভুল তথ্যর জন্য ঘটেছে। মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মো: রায়হান বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝির জন্য সৃষ্টি হয়েছিল জকিগঞ্জ থানার ওসির মধ্যস্থতায় সমাধান হয়েছে।