নবীগঞ্জের আদিত্যপুর কালী মন্দিরটি সংস্কারের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে ঃ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মহাজন বাড়ীর দানকৃত কালীমন্দিরটি বর্তমানে সংস্কারের অভাবে দৈন্যদশা বিরাজ করছে। নিয়মতি সেখানে প্রতিদিন সেবাপূজা হলেও কোন প্রকার আর্থিক অনুদানের অভাবে তা সংস্কার করা সম্ভব হচ্ছে না। জানাযায়,নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে মহাজন বাড়ীর লোকজন প্রায় শতবছর পুর্বে ঐ জায়গাটিতে শ্রী শ্রী কালীমন্দির তৈরী করেন। এরপর থেকে সেখানে ভক্তবৃন্দ নিয়মিত পুজাঅর্চ্চনা করলেও তৈরীর পর থেকে এখন পর্যন্ত কোন প্রকার সংস্কার না হওয়ায় বর্তমানে তা ঐতিহ্য হারাতে বসেছে। ফলে মন্দিরের বিভিন্ন স্থানে ফাটল ধরায় একটু বৃষ্টি পানি পড়ে । এড়াছা মন্দিরের চারদিকে কোন সীমানা প্রাচীর না থাকায় তা অরক্ষিত অবস্থায় পড়ে আছে। তাই দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মন্দিরটিতে সরকারী অনুদানসহ সংস্কারের উদ্যোগ নিলে তা টিকিয়ে রাখা সম্ভব হবে। এ ব্যাপারে মন্দির সংস্কারে আর্থিক অনুদানের জন্য পরিচালনাকারী ভক্তবৃন্দ উর্ধŸতন কর্তপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।