মহি উদ্দিন শীরু ৫ম মৃত্যুবাষির্কী পালিত
তিনি ছিলেন মানুষ গড়ার কারীগর তাঁর কর্মে তিনি বেঁচে থাকবেন
…………………..সৈয়দা জেবুন্নেছা হক
বিশিষ্ট সাংবাদিক রাজনীতিবিদ বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন শীরু’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় ধোপাদীঘির উত্তরপারস্থ নিজ বাসভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন মহি উদ্দিন শীরু ছিলেন মানুষ গড়ার কারীগর, সমাজের দর্পন সাংবাদিকতায় বলিষ্ট ভূমিকা রেখেছেন। তার কর্মে ও লেখনিতে যে ইতিহাস সৃষ্টি করেছেন তার পূরন হবার নয়। শুধু তাই নয় তিনি তার কর্মের মাধ্যমে অনেক জনপ্রতিনিধি সৃষ্টি করেছেন। আজ তার ৫ম মৃত্যুবাষিকিতে যারা উপস্থিত রয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় অন্যানদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লেখক শাহ ফরিদী ও আলহাজ্ব আব্দুল হান্নান চৌধুরী। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্টি রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বিশিষ্ট ব্যবসায়ী মহি উদ্দিন শীরু’র শশুর আব্দুল হান্নান চৌধুরী, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধক্ষ লিয়াকত শাহ ফরিদী, সহকারী-অধ্যপক ছুরাব আলী, নারী জোট নেত্রী বেগম শামীম আক্তার, রওনক জাহান, মারিয়ান চৌধুরী, অনিতা দাস গুপ্তা, হোসনেয়ারা বেগম, অধ্যপক আব্দুল জলিল, এম এ মালিক হুমায়ন, অধ্যপক ফয়জুল ইসলাম, অধ্যপক ইমরুল কায়েস মৃধা, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মানবাধিকার কর্মী শফিকুর রহমান শফিক, আবু ছায়িদ চৌধুরী, এম আর জাহাঙ্গীর, রুহুল কুদ্দুস মাছুম চৌধুরী, রুহল আমিন মুরাদ চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান ভুইয়া, হাসিনা মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আমিনুর ইসলাম। এই দিকে দরগাহ হযরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদে মহি উদ্দিন শীরু স্মৃতি পরিষদের উদ্যোগে এক মিলাদ মহফিলের আয়োজন করা হয় এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক শফিকুর রহমান শফিক, হাজী রইস আলী, রুহুল কুদ্দুস মাছুম চৌধুরী, অজি আহমদ অমু প্রমুখ । পরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন ও জিয়ারত করা হয়। বিজ্ঞপ্তি।