ভেঙ্গে যাচ্ছে সিলেট ছাত্রদল : বিকেলেই গণপদত্যাগ!
সৈয়দ বাপ্পীঃ আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে যাচ্ছে সিলেট ছাত্রদল পরিবার। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের ৭২ ঘন্টার আল্টিমেটামের শেষদিন মঙ্গলবার সভা আহবান করা হয়েছে। বিকেল ৩টায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হবে। সভায় ছাত্রদলের হাজারো নেতাকর্মীর পদত্যাগ করার কথা রয়েছে। এমন তথ্য নিশ্চিত করে জেলা ও মহানগরের হাজারও ছাত্রদল নেতাকর্মী গণপদত্যাগ করবেন বলে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সদ্য সাবেক সমাজ সেবা সম্পাদক রেজাউল করিম নাচন । তিনি বলেন, ‘মঙ্গলবার ৭২ ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে। তাই বিকেল ৩ টায় কর্মী সভার মাধ্যমে সব নেতাকর্মীদের পদত্যাগের আহবান জানানো হয়েছে।’
‘তৃণমূল নেতাকর্মী’ ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্নতা পোষণ করে নব গঠিত জেলা ও মহানগর ছাত্রদলের পদধারী ৮নেতাও পদত্যাগ করবেন বলেও জানান তিনি। এদিকে গণপদত্যাগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও সকলকে আহবান জানিয়েছেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী। তিনি ফেসবুক আইডিতে লিখেছেন, ‘সদ্য ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পকেট কমিটি প্রত্যাখ্যান করে গণপদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এতে সিলেট জেলা মহানগরের আওতাধীন সব কলেজ, পৌরসভা, উপজেলা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীকে গণপদত্যাগের জন্য মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর কুমারপারাস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। সভায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজ।
তিনি বলেন, তার সঙ্গে নব গঠিত জেলার সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন পান্না ও মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল করিম জেহিনও পদত্যাগ করবেন।’
মূলত বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর অনুসারীরা নবগঠিত কমিটিতে স্থান পাননি। তাই ছাত্রদলের দুটি বলয়ের নেতাকর্মীরা এক হয়ে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন। নবগঠিত কমিটিকে ২০ সেপ্টেম্বর সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রদলের বিদ্রোহী পক্ষ। একই সঙ্গে ওই কমিটিকে কোনো ধরনের কার্যক্রম চালাতেও দেবেন না বিদ্রোহীরা- এমন হুমকিও দেওয়া হয়। এ ছাড়া ওই দিন নবগঠিত কমিটি বাতিল করার জন্য ৭২ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। অন্যথায় তারা গণপদত্যাগের হুমকি দেন। মঙ্গলবার আল্টিমেটামের শেষদিন। বিদ্রোহীদের আন্দোলনে শামিল হন নবগঠিত কমিটির চার পদধারী নেতাও। তারাও ওই কমিটির বিপক্ষে অবস্থান নেন। কমিটি নিয়ে দ্বন্দ্ব শুরু হয় দু’পক্ষে। মঙ্গলবার বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে।