বিশ্বনাথে শিক্ষা ব্যবস্থা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ সমাজ-সব মানুষের জন্য’ সংগঠনের উদ্যোগে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল শনিবার সকাল ১০টায় রাজাগঞ্জবাজারে অনুষ্ঠিত হয়।এ.টি.এম আব্বাসের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন, উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ আলী, তেলিকোনা আলীম মাদ্রাসার প্রভাষক মাওলানা হরমুজ আলী, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য নুরউদ্দিন, বিশ্বনাথ বার্তার বার্তা সম্পাদক এনামুল হক মামুন, কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আমিরউদ্দিন, শরীফ আহমেদ রাজু, ছাত্রসমাজের সভাপতি মনজুর আহমেদ আরিফ, ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মুহিবুর রহমান সুইট, বাতিঘর সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মাসুদ আহমদ, ইউপি ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, তালামীয সভাপতি মো. রুবেল আহমদ, আল-ইত্তেহাদ সমিতির সভাপতি মো. কবির আহমদ, লতিফিয়া স্মৃতি পরিষদের সভাপতি হাফিজ আফতাব মিয়া, আর-রাহমান এডুকেশন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, একতা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম জয় ও মোহাম্মাদীয়া যুব সংঘের সভাপতি ফারহান আহমদ।