ত্রিধাবিভক্ত গণজাগরণ মঞ্চ

Imran H sarkarসুরমা টাইমস রিপোর্টঃ একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে আলাদাভাবে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চের তিনটি অংশ। শুক্রবার বিকেল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। তিনটি অংশের একটির নেতৃত্ব দিচ্ছেন ইমরান এইচ সরকার। দ্বিতীয় অংশটির নেতৃত্বে আছেন বাপ্পাদিত্য বসু। অপরটির নেতৃত্ব দিচ্ছেন কামাল পাশা চৌধুরী।
অবস্থান কর্মসূচিতে সাঈদীর ফাঁসির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন অংশগ্রহণকারীরা। চলছে গণসংগীতও।,ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন অংশে অবস্থান করছেন কয়েকশ মানুষ। এতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) কয়েকটি বাম সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। এদিকে বাপ্পাদিত্য বসুর অংশে মুষ্টিমেয় কয়েকজন উপস্থিত রয়েছেন।
কামাল পাশা চৌধুরীর অংশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়া হচ্ছে। তবে সেখান থেকে সাঈদীর ফাঁসি নিয়ে কোনো বক্তব্য বা স্লোগান শোনা যায়নি।