মিলানে ইতালি আওয়ামীলীগের সম্পাদক হাসান ইকবালের সাথে ঢাকা সমিতির মতবিনিময়
নাজমুল হোসেন,মিলান থেকেঃ মিলানে ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,ঢাকার কৃতি সন্তান হাসান ইকবালের সাথে মিলানে বসবাস রত প্রবাসী বৃহত্তর ঢাকা সমিতির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে রাত ৮ টায় মতবিনিময়ে মিলান যুবলীগের সাধারণ সম্পাদক সফি উদ্দিন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকার কৃতি সন্তান ইতালি আওয়ামীলীগের সহ সভাপতি হাবিব চো ধুরী ,হুমায়ুন কবির,আলী আহমেদ,চঞ্চল রহমান,বৃহত্তর ঢাকা সমিতির সম্পাদক মঞ্জুর হোসেন সাগর,আনওয়ার হোসেন,মহিলা নেত্রী মাহবুবা আক্তার বিউটি,সারওয়ার হোসেন,ইমরান হুসেন প্রমুখ। মতবিনিময়ে হাসান ইকবাল মিলানে সকল প্রবাসী ঢাকা বাসীকে ধন্যবাদ জানান এবং এই সভা আহবানের জন্য ধন্যবাদ জানান। তিনি প্রবাসীদের বৃহত্তর ঢাকার কিছু পুরনো স্মৃতি চারণ করেন এবং বর্তমানে ইতালিতে প্রচুর ঢাকা প্রবাসী রয়েছেন যাদেরকে একত্রিত্ত করে সমিতির মাধ্যমে আরো সু সংগঠিত থাকার আহবান জানান। তিনি ইতালিতে অন্যান্য জেলার চাইতে ঢাকা প্রবাসীরা কর্মক্ষেত্রে ব্যাপক ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি মিলানের বৃহত্তর ঢাকা সমিতির কার্যক্রমের প্রশংসা করেন এবং যে কোনো সময়ে সার্বিক সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার করেন। মতবিনিময় শেষে হাসান ইকবাল মিলানের কুমিল্লা প্রবাসী,নোয়াখালী প্রবাসী ও কমিউনিটির কয়েকজনের সাথে বসে আলাপচারিতা করেন এবং মিলানের রাজনৈতিক ও আঞ্চলিক কমিটির কার্যক্রমের প্রশংসা করেন।