বিশ্বনাথে জামায়াতের মিছিল-সমাবেশ
বিশ্বনাথ প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের প্রতিবাদে ও হরতালের সমর্থনে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও সভা করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। গতকাল বুধবার উপজেলা সদরের ডাক বাংলার সামন থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ রোডস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে সভায় মিলিত হয়।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদউদ্দিন, নিজামউদ্দিন সিদ্দিকী চেয়ারম্যান, সহকারী সেক্রেটারী আব্দুল মুখছিত আখতার, মতিউর রহমান, জামায়াত নেতা আব্দুল আলী, আসিকুর রহমান, শাহিন আহমদ, আব্দুন নুর, এখলাছুর রহমান, ছাত্র শিবিরের সভাপতি জহিরউদ্দিনসহ জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।