ইলিয়াস সন্ধানে দুই উপজেলার লংমার্চ : ঈদের পূর্বে ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলন
বিশ্বনাথ প্রতিনিধিঃ ‘নিখোঁজ’ বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য, এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করেছে বিশ্বনাথ ও ছাতক উপজেলা বিএনপি। গতকাল বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গবিন্দগঞ্জ পয়েন্ট থেকে লংমার্চ শুরু হয়ে বিশ্বনাথের সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপি নেতা সাবেক সাংসদ কলিমউদ্দিন মিলন। যুবদল নেতা ওয়াতিউর রহমান আতিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সদস্য লিলু মিয়া চেয়ারম্যানম কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা রুহুল আমিন, কাজী নজরুল ইসলাম, আবদুস সামাদ, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমদ নুরউদ্দিন, ছাতক থানা বিএনপি নেতা সৈয়দুর রহমান, সৈয়দ তিতুমীর, আতাউর রহমান এমরান, কয়ছর আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সদস্য বশির আহমদ, নাজমুল ইসলাম রুহেল, ময়নুল হক, আরব খান, ফারুক মিয়া, জামাল আহমদ, সিরাজ খান, জামাল আহমদ, শামীম আহমদ, মনিরউদ্দিন, ফয়জুল হক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, মুসলিম আলী, আবেদুর রহমান আছকির, তাজুল ইসলাম, গোবিন্দমালাকার, সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, যুগ্ম-আহবায়ক আখতার খান ইউসুফ, আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আলাল আহমদ, খালেদ আহমদ, শফিকুর রহমান,শামছুদ্দিন, তারেক আহমদ খজির, শাহ আমিরউদ্দিন, যুবদল নেতা শামিম. জাহেদ আলী, রানা মিয়া, আফিজ আলী, হেলাল, সুমন, সত্তার মিয়া, শানুর আলী, আবদুর রব, ছাত্রদল নেতা মুহিবউদ্দিন, তাজউদ্দিন, সুনু মিয়া, এনাম, কাইয়ুম, তারেক, আলী হোসাইন, রায়হান, জুবায়ের, ছাতক উপজেলা যুবদল নেতা সাজ্জাদ মিযা, সাঈদ আহমদ, জহির, জবলু, এমাদ মিয়া, এমরান মিয়া, দিদার আহমদ, সাদ মিয়া, ফজর,জাহিদ মিয়া, ছাত্রদল নেতা মতিউর রহমান, রুমান, পাবেল, মুমিন, বাহাউদ্দিন শাহি, মাহবুব, আলমগীর, মুমিন,সাজু, লিকছন।
সমাবেশে বক্তারা বলেছেন, সরকার সুপরিকল্পিতভাবে ইলিয়াস আলী কে গুম করে রেখেছে। ঈদুল আযহার আগে ইলিয়াসকে ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা আরো বলেছেন, হামলা-মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীকে আন্দোলন থেকে সরানো যাবেনা। আগামি দিনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকার পতনের যে ডাক দিবেন, এতে দলীয় সকল নেতাকর্মীকে সরকার পতন আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান। এসময় ছাতক-বিশ্বনাথ উপজেলার বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।