১৯ সেপ্টেম্বর হোটেল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন

মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার মিছিল

আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজি: নং বি: ২০৩৭Ñএর ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর উদ্যোগে এক প্রচার মিছিল ১৭ সেপ্টেম্বর বিকাল ৫ টার সময় ইউনিয়নের চৌমুহনাস্থ কার্যালয় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে চৌমুহনা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এখলাছুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তারা বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি, সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট কার্যকর, আসন্ন ঈদুল আজহা ও দুর্গা পূজায় এক মাসের বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ১৯৬৩-এর সহ-সভাপতি মীর মোঃ জসিমউদ্দিন, হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, সদর উপজেলা কমিটির সভাপতি তারেশ বিশ্বাস সুমন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ প্রমূখ।

উল্লেখ্য আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজি: নং বি: ২০৩৭Ñএর ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জননেতা ডা. এম এ করিম। সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজি: নং বি: ২০৩৭Ñএর সভাপতি আব্দুল খালেক। মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা ১৮ সেপ্টেম্বর রাত ১০ টায় দলীয় কার্যালয়ে জমায়েত হয়ে বাস যোগে কেন্দ্রীয় সম্মেলনে যোগদান করবেন।।