জকিগঞ্জে স্কুলছাত্রী ও যুবতী ধর্ষনের শিকার : থানায় মামলা
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জে এক স্কুলছাত্রী ও এক যুবতী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পৃথক দুইটি ঘটনা ঘটেছে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে ও বীরশ্রী ইউনিয়নের পূর্ব খালপার গ্রামে।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, গঙ্গাজল হাসানিয়া মাদ্রাসার ছাত্র ও গৃহশিক্ষক তাহের আহমদের হাতে স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। গৃহশিক্ষক তাহের আহমদ স্কুল ছাত্রীকে জোর পূর্বক নির্যাতন করে। তাহের আহমদ কানাইঘাট উপজেলার দনা গ্রামের শিব্বির আহমদের ছেলে।
অপরদিকে উপজেলার বীরশ্রী ইউনিয়নের পূর্ব খালপার গ্রামের মৃত ফখরুল ইসলামের ছেলে প্রেমিক মাকছুদুল মোমিন মকছুছ বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকাকে ধর্ষন করেছে। পৃথক দুটি ধর্ষনের ঘটনায় পুলিশ ধর্ষনকারী তাহের আহমদ ও মকছুদুল মোমিন মকছুছকে আটক করেছে।