স্কুল ছাত্র অপহরণ : ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সুরমা টাইমস রিপোর্টঃ মাধবপুর উপজেলার জগদিশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মোজাম্মেল হক শুভকে অপহরন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরনকারীরা।
তিনদিন অতিবাহিত হলেও অপহৃতকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেজুড়া গ্রামের ধলাই মিয়ার ছেলে জগদিশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মোজাম্মেল হক শুভ গত শনিবার সকালে বাড়ি থেকে একই উপজেলার তার মামার বাড়ি ভারত সীমান্তবর্তী জালুয়াবাদ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যায়।
ওইদিন বিকেলে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে অপহরণকারীরা শুভকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরনকারীরা শুভর ব্যবহৃত মোবাইল ০১৭৭৮-৭৪০১৩১ থেকে তার মামা নজরুলের মোবাইলে (০১৭৪৮- ১২০৭২১) ফোন দিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। অন্যথায় শুভকে খুন করার হুমকি দেয়। এ ব্যাপারে শুভর বাবা বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মুমিনুল ইসলাম জানান, শুভকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।