মৌলভীবাজারে যাত্রা প্যান্ডেলে হামলা ও ভাংচুর
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের সদর উপজেলায় এলাকাবাসীর আপত্তি সত্বেও যাত্রার নামে অশ্লিল নৃত্য ও জুয়ার আসর চলে আসলে অবশেষে প্যান্ডেলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ক্ষুব্দ এলাকাবাসী।রোববার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের ওলহা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে এলাকাবাসীর আপত্তি সত্বেও যাত্রার নামে অশ্লিল নৃত্য ও জুয়ার আসর চালিয়ে আসছে একটি প্রভাবশালী মহল। সেখানে প্রতি রাতে বখাটে যুবক ও জুয়াড়িরা ভীড় জমায়। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু অদৃশ্য শক্তির কারণে এলাকাবাসী জেলা প্রশাসন ও পুলিশকে জানানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী যাত্রার প্যান্ডেলে হামলা চালায়। এসময় তারা যাত্রা প্যান্ডেল ও সামনের কয়েকটি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানকে প্যান্ডেল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।