নবীগঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংর্ঘষে আহত ১০
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রায়ঘর গ্রামে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’দল লোকের সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, উপজেলার উল্লেখিত গ্রামের কামাল মিয়া পার্শ্ববর্তী বাড়ির আলাউদ্দিনের পুকুরে গোসল করতে যায়। এ সময় আলাউদ্দিন তার পুকুর থেকে কামাল মাছ চুরি করে নিয়ে গেছে মর্মে সন্দেহ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাঠাকাঠির এক পর্ষায়ে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ মধ্যে গুরুতর আহত আবুল কাছ(৪৮), আলাউদ্দিন(৪৩), আসমা বেগম(৩৫), বকুল মিয়া(৩৫), নজিরা বেগম(৫০), কামাল মিয়া(৩০) ও কামরুল মিয়া(৩০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।