জকিগঞ্জ-সিলেট সড়ক অবরোধ

oborodh-logo-300x204জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেট-জকিগঞ্জ শেওলা সড়ক সংস্কারের দাবীতে গতকাল শনিবার সকাল ১০টা থেকে ৩ ঘন্টা সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। অবরোধের ফলে যাত্রীদের চরম র্দূভোগ পোহাতে হয়। বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যানবাহন আটকা পড়ে অবরোধস্থলে। শেওলা সড়কের ঈদগাহ বাজার, বেউর, সোনাপুরসহ বিভিন্ন স্থানে রাস্তা ব্যারিকেট দিয়ে অবরোধ পালন করা হয়।
জকিগঞ্জ-শেওলা সড়কের ৭ কিলোমিটার রাস্তায় বড়বড় গর্ত ও খানাখন্দে ভরপুর। দীর্ঘদিন থেকে সংস্কারের দাবীতে আন্দোলন করছে এ সড়কের যাত্রী ও স্থানীয় জনসাধারণ। গত পহেলা রমজান থেকে টানা কয়েকদিন পরিবহন শ্রমিকরা সড়ক সংস্কারের দাবীতে এ সড়কে গাড়ী চলাচল বন্ধ করে দেয়। উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও রাস্তাটি সংস্কারের আশ্বাসে গাড়ী চলাচল শুরু করলেও দুরপাল্লার যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে।
উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বলেন, রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার আহবান করে কার্যাদেশ প্রদান করা হয়েছে। শিগগিরই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।