মালনীছড়ার খনন কাজ শুরু
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে মালনীছড়ার খনন কাজ শুরু করেছে সিটি করপোরেশন। শনিবার সকাল থেকে ড্রেজার দিয়ে ছড়া খননের কাজ করা হচ্ছে। নগরীর মালনীছড়া চা বাগান থেকে নেমে আসা ছড়াটি কয়েকটি ওয়ার্ডের মধ্য দিয়ে বহমান। এই ছড়া জেলা স্টেডিয়ামের পাশ দিয়ে মির্জাজাঙ্গাল ও কাজিরবাজার এসে বৈঠাখাল নামে সুরমা নদীতে মিলিত হয়েছে।
স্থানীয়রা জানান, ডাক্তার পাড়াখ্যাত স্টেডিয়াম ও কয়েকটি বেসরকারি হাসপাতাল এই ছড়ার পাশ ঘেষে রয়েছে। ফলে দীর্ঘদিনের ময়লা আবর্জনায় ছড়াটি ভরাট হওয়ায় বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া অবৈধ দখলদারদের কবল থেকে ছড়ার জায়গা উদ্ধার করে ছড়াকে সম্প্রসারিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সিলেট সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু নিউজমিরর’কে বলেন, বর্ষায় অল্পবৃষ্টিতে ছড়া ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ছড়াটি খননের ফলে জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব হবে। শনিবার বিকেল পর্যন্ত মির্জাজাঙ্গাল এলাকায় প্রায় আধা কিলোমিটার ছড়ার খনন কাজ করা হয়েছে বলে জানান তিনি।