নেলসন ম্যান্ডেলা পদক পেলেন চেয়ারম্যান মখন
বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের উদ্যোগে ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাজ সেবায় নেলসন ম্যান্ডেলা সম্মাননা পদক ২০১৪ প্রদান করা হয়। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের প্রবীণ চেয়ারম্যান,সিলেটের বশীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ মখন মিয়াকে এই সম্মাননা পদকে ভূষিত করা হয়।
গত ৩১ আগস্ট সম্মাননা প্রদান অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার জন্য শেখ মখন মিয়া উপস্থিত না থাকায় গতকাল শুক্রবার সকালে তার বাসভবনে এসে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের সভাপতি এটিএম মমতাজুল করিম। সংবাদদাতা