কোম্পানীগঞ্জে সিএনজি চালক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মিছিল ও সমাবেশ

খুনিদের গ্রেফতার ও সিএনজি উদ্ধারে ব্যর্থ হলে ধর্মঘট সহ হরতালের হুমকি

Kompanigonj Pic-1 Kompanigonj Pic-2কোম্পানীগঞ্জে সিএনজি চালক জহিরুল ইসলাম খুনের প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা সদরে শোকর‌্যালী এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপহেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিআরডিবি’র চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। কাঠাল বাড়ী যুব সংঘের সাবেক সেক্রেটারী আবুল ফজল নোমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. বাবুল মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি রশিদ আলী, ধুলিয়া সমিতির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান মেম্বার, জামেয়া রাহমানিয়ার মাদরাসার মুহতামিম মুফতি মুফিজুর রহমান, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক আবিদুর রহমান, প্রচার সম্পাদক সুহেল রানা ও সাইফুল্লাহ জাবেদ।

এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান শামসু মিয়া চৌধুরী, ইছাকলস ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, সাবেক ইউসিসিএ চেয়ারম্যান হুমায়ুন কবির মছব্বির, কোম্পানীগঞ্জ ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির অর্থ সম্পাদক হাজী মো. আবুল হোসেন মিয়া, ইউপি সদস্য আলমগীর আলম, আব্দুল মতিন মেম্বার, কাঠালবাড়ী এলাকার মুরুব্বি হাজী মো. মিল্লাত আলী, দানা মিয়া, ইসহাক ভুইয়া, আবুল হোসেন, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া ও আখতারুজ্জামান।
যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন, লালু মিয়া, আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, সেলিম ভুইয়া, নুরুল আলম, মাসুক আহমদ, ইয়াছিন আরাফাত, শুক্কুর আলী, মো. মুছা মিয়া, মুর্শেদ আলম, দরবেশ আলী। সিএনজি চালকদের পক্ষে বক্তব্য রাখেন, অলিউর রহমান, আলী হোসেন, জসিম উদ্দিন ও আব্দুল্লাহ প্রমুখ। পরে নিহত জহিরুলের আত্মার মাগফেতার কামনা মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা এক সপ্তাহের মধ্যে জহুরুল ইসলামের খুনিদের গ্রেফতার ও ছিনতাই হওয়া সিএনজি উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকে আল্টিমেটাম দেন। এক সপ্তাহের মধ্যে দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হলে কোম্পানীগঞ্জ উপজেলায় ধর্মঘট সহ হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন। প্রতিবাদ সমাবেশ শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়। বিজ্ঞপ্তি