সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে নুরুল হকের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
তিনি ছিলেন আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রের প্রধান স্তম্ভ
গ্রন্থাগার আন্দোলনের পথিকৃত প্রখ্যাত ভাষা সৈনিক বাংলাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য সংগঠন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের প্রাণ পুরুষ মাসিক আল-ইসলাহ প্রতিষ্ঠাতা সম্পাদক মুহাম্মদ নুরুল হকের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সিলেট যুব উন্নয়ণ পরিষদের উদ্যোগে গত ৭ই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় পরিষদের আম্বরখানাস্থ কার্যালয়ে সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে বক্তারা বলেন, মরহুম নুরুল হক একজন সৎ নিষ্টাবান ও আদর্শবাদী সাহিত্য নিবেদিত ছিলেন, এসব কৃতি পুরুষদের অনুকরনীয় জীবন ও অবদানকে বর্তমান ও ভবিষ্যৎ বংশ ধরদের সামনে তুলে ধরতে হবে। আমাদের স্বার্থেই তাদের কাজের মুল্যায়ন করতে হবে। তাকে স্বরনীয় করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের অভ্যন্তরে একটি রাস্তা নামকরনের জন্য সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা প্রশাসনের কর্তৃপক্ষকে সভার মাধ্যমে জোর দাবী জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট যুব উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক অলিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আশরাফ খান পারভেজ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান টিটু, ধর্ম বিষয়ক সম্পাদক ইছা লস্কর, নিবাহী সদস্য এমদাদ হোসেন, কাওছার রহমান, মোঃ আবুল হোসেন, খলিলুর রহমান ও আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জুনেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি