শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান

প্রবীণ বাম রাজনীতিবিদ শিশির রঞ্জন দে-এর মৃত্যুবার্ষিকীতে বক্তারা

Maghan-da-Face_01জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ নেতা ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির অন্যতম সদস্য প্রবীণ বাম প্রগতিশীল রাজনীতিবিদ শিশির রঞ্জন দে মেঘন-এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় চৌমুহনাস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রয়াত নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোচনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতি জেলা কমিটির অন্যতম নেতা ডা. অবনী শর্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির প্রচার সম্পাদক সোহেল আহমেদ, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর সভাপতি মোঃ মোস্তফা কামাল, রিকশা শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া, চা শ্রমিক নেতা বিপ্লব মাদ্রাজী পাশী প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন শিশির রঞ্জন দে আমৃত্যু শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। প্রয়াত নেতার অসমাপ্ত কাজ সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লব তথা কৃষি বিপ্লবের লক্ষ্যে বৃহত্তর কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য দেশ প্রেমিক গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান। বক্তারা সম্প্রতি সিলেট সদর উপজেলা সাহেববাজারে কৃষক সংগ্রাম সমিতির কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী একজন জনপ্রতিনিধির মদদপুষ্ঠ সমাজকল্যাণ সংস্থা নামধারী সন্ত্রাসীদের হামলা এবং কৃষকনেতা সাহিদ আলীকে হত্যা চেষ্টা, ভাংচুর-লুটপাট, নির্যাতন একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার তীব্র নিন্দা জানান ও দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দাবি করেন।
উল্লেখ্য প্রয়াত শিশির রঞ্জন দে মেঘন ২০১২ সালের ১ সেপ্টেম্বর বেলা ১১.৪০ টার সময় দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কুুলাউড়া উপজেলার পৃত্থিমপাশাস্থ নিজ বাসভবনে মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।