গঙ্গানগর ও হবিনন্দী গ্রামবাসীর ঈদ পূণর্মিলনী
যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের গঙ্গানগর ও হবিনন্দী উত্তরগাও প্রবাসীদের ঈদ পূর্ণমিলী অনুষ্ঠান বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে মঙ্গলবার ব্রিকলেইনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
আমজাদ হোসেন চাঁন্দমিয়ার সভাপতিত্বে ও মো: বাহা উদ্দিন পাপলুর পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শামীম আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলার কাউন্সিলার হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল বাছিত বাদশা। সভায় আরো বক্তব্য রাখেন আবুল খালেদ খোকন, আলম আহমদ, শাহজাহান আহমদসহ আরো অনেকে।
এ বক্তাগন বলেন, এধরনের আয়োজনের ফলে অন্যের সাথে যেমন সম্পর্কের উন্নয়ন হয়, তেমনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে সুযোগ সৃষ্টি হয়। বক্তারা গ্রামের উন্নয়নে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন সুহেল আহমদ, আবুল কালাম, আবু তাহের, মামুন আহমদ, মুক্ত মিয়া, বাবু মিয়া, আলম আহমদ, মশহুদ মিয়া, আলম মিয়া, আব্দুল আলীম জনি প্রমুখ।