ভ্রাম্যমান আদালতের অভিযান : বিশ্বনাথে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্টানে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সদরে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) মুহাম্মদ আসাদুল হক। জরিমান আদায়কৃত ব্যবসা-প্রতিষ্টান গুলো হলেন-উপজেলা সদরের পুরানবাজারস্থ মুসলিম সুইট মিট পাঁচ হাজার টাকা, আনন্দ মিষ্টি ভান্ডার দুই হাজার টাকা, টুটুল মিষ্টি ঘর দুই হাজার টাকা ও পুরানবাজারস্থ একটি ফার্মেসিতে দুই হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এস আই) টিপু সুলতান। মিষ্টি দোকানের কারখানায় পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় এ জরিমানা করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক বলেন, পাঁচটি ব্যবসা-প্রতিষ্টানে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।