বালাগঞ্জে পল্লীতে প্রবাসীর বাড়ি ডাকাতি : আহত 8 :মালামাল সহ ২ ডাকাত আটক

dakatমোঃ আবুল হোসেন ইমন,বালাগঞ্জঃ বালাগঞ্জে পল্লীতে প্রবাসীর বাড়ি ডাকাতি, ৪ জন আহত ।মালামাল সহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ ও এলাকাবাসী । পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানাযায় উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের প্রবাসী ওয়ারিছ আলী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারি বাড়িতে শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ১০/১২ জনের ডাকাত দল হামলা করে ডাকাতি করে। এসময় ডাকাতদের হাতে গুরুত্বর আহত হন আব্দুল বারির ছেলে রায়হান মিয়া, শাহজাহান মিয়া, তার ভাই ওয়ারিছ আলী ও তিনি নিজে। ডকাতরা ৩ভরি সোনা, নগদ ৭০হাজার টাকা মোবাইল ফোন নিয়ে চলে যায়। তাদের চিৎকারে গ্রামবাসী জেগে ওঠে ডাকাতদের আটককে ব্যাপারে বালাগঞ্জ থানা ও এলাকাবাসীর সহযোগীতা নেয়। রাজনগর ওয়াবদা সড়ক ও বালাগঞ্জ কুশিযারা ডাইক ও নদীপথে বসানো হয় পুলিশ ও এলাকাবাসীর টহল।বালাগঞ্জ থানার ওসি অকিল উদ্দিন আহমদ ও এস আই অবুপ কুমার চৌধুরীর নজরদারী ও এলাকাবাসীর সহযোগীতার ভোরে খেয়া পাড়ি দিয়ে ডাকাত সদস্য দুজন পালিয়ে যেতে চাইলে বালাগঞ্জ বাসষ্টেন্ড তাদের আচরন চলাফেরা সন্দেহ দেখা দিলে তাদের চেক করার কথা বলতেই তারা পালানোর কৌশল খুজে। কিন্তু এলাকাবাসী তাদের আটক করে উত্তম মধ্যম দিতেই বেড়িয়ে আসে তারা গতরাতের ডাকাতির সাথে জড়িত ছিল ।শুধু তারা ছিলনা তাদের সাথে আরও ১০জন ছিল এবং শাহপুর গ্রামের আব্দুস শহীদ তাদেরকে ডাকাতির জন্য নিয়ে এসেছে ।গ্রেফতারকৃত ফুল মিয়ার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শিববাড়ি শংকরপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে। রনজিত দাসের বাড়ি একই উপজেলার তপসীপাড়ার রতীশ দাসের ছেলে। গুরুত্বর আহত রায়হান মিয়া শরীরে বিভিন œস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ৮০টি সেলাই দেয়া হয়েছে বর্তমানে সে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এব্যপারে বালাগঞ্জ থানায় শাহজাহান মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে বলে ওসি অকিল উদ্দিন আহমদ নিশ্চিত করেন। ডকাতদের কাছ থেকে উদ্বারকরেছেন পৌনে তিন ভরি সোনা, ডাকাতি কাছে ব্যবহৃত চাকু ,রেঞ্চ, টর্স লাইট, লুং্গি ও পেন্ট।