বালাগঞ্জে মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচনে অনিয়ম : জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ
বালাগঞ্জ থেকে সংবাদাতা ঃ বালাগঞ্জে তিলক চাঁনপুর-আদিত্যপুর ইসলামিয়া মোহাম্মদিয়া আলীম মাদ্রসার গভর্ণিং বডির নির্বাচনের তপশীলে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই অনিয়মের প্রেক্ষিতে বিদ্যায়ের অভিভাবকদের পক্ষথেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপির মাধ্যমে ও সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার তিলক চাঁনপুর-আদিত্যপুর ইসলামিয়া মোহাম্মদিয়া আলীম মাদ্রসার গভর্ণিং বডির নির্বাচনের জন্য প্রিসাইডিং অফিসার কর্তৃক যে তপশীল ঘোষনা করা হয়েছে তাতে প্রত্যেক প্রার্থীকে অফেরৎ যোগ্য ১০ হাজার টাকা দিয়ে মনোয়নপত্র সংগ্রহ করার কথা বলা হয়েছে। যাহা সরকারী আইনের পরিপন্থি। এমতাবস্থায় এই তপশীল ও মনোনিত প্রিসাইডিং অফিসারকে বাতিল করে নতুন ভাবে সরকারী বিধি মোতাবেক তপশীল ঘোষনা ও প্রিসাইডিং নিয়োগের জন্য মাদ্রসার শিক্ষার্থীদের অভিভাবকগন দাবি জানিয়ে গত ০৭ জুলাই ২০১৪ তারিখে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছেন।