হাটে ঘাটে মাঠে কাজ করে যেতে চাই : এমপি সেলিম উদ্দিন
জকিগঞ্জ প্রতিনিধি:জকিগঞ্জের ইলাবাজ গ্রামে গতকাল ২ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্ভোধন অনুষ্টানে জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন জনগনের ভাগ্যের উন্নয়নে কাজ করতে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষের ভাগ্যর উন্নয়নে আমি হাটে ঘাটে মাঠে সর্বস্থরের মানুষের সহযোগিতায় কাজ করে যেতে চাই। ইলাবাজ গ্রামের আফতাব আহমদের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধনী অনুষ্টানে ইউপি সদস্য আব্দুল খালিকের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম আকতারুজ্জামান, সিলেট জেলা জাপার সহ-সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশীর, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমদ, উপজেলা জাপার সহ-সভাপতি আব্দুল মালিক মানই, সাধারন সম্পাদক হেলাল লস্কর, পৌর জাপার সাধারন সম্পাদক আবুল কালাম, পৌর যুব সংহতির সভাপতি মকু মিয়া, সাবেক সভাপতি আব্দুল জলিল মেম্বার, সাবেক সহসভাপতি মোস্তাক লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন মুক্তা, জাপা নেতা শামীম মেম্বার, সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান, বছল আহমদ, হারিস আহমদ, আব্দুল আহাদ, ওলিউর রহমান, মানিকপুর ইউপি জাপার সাধারন সম্পাদক নোমান আহমদ, সাবেক যুব সংহতি সভাপতি আব্দুল মতিন, পৌর যুব সংহতি নেতা আজমল হোসেন, শাহাব উদ্দিন শাবু প্রমূখ। নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের ফলে প্রায় পাঁচশতাধিক গ্রাহক বিদ্যুৎ সুবিধা ভোগ করবে। এদিকে বিকেলে জবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে একটি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এমপি সেলিম উদ্দিন ও পাঠানচক প্রাথমিক বিদ্যালয়ে এমপি নিজস্ব তহবিল থেকে ৮ টি ফ্যান প্রদান করেন।