গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় প্রবাসী সংগ্রাম পরিষদ অগ্রনী ভূমিকা রাখতে পারে
প্রবাসী সংগ্রাম পরিষদের সম্মেলনে ড. হাসনাত হোসেন এমবিই
বিশিষ্ট শিক্ষাবিদ, ভয়েজ ফর জাষ্টিস ওয়ার্ল্ড ফোরামের প্রেসিডেন্ট ড. হাসনাত হোসেন এমই বলেছেন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় মানুষের কল্যানে সময় উপযোগী কোন আন্দোলনই বৃথা যায় না। পৃথিবীর যেকোন জায়গায় গণতন্ত্র ও মানবাধিকার লংঘিত হলে সাদ্যমত প্রতিবাদ জানানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তিনি ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আর্মির নিমর্ম হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে বলেন, গাজার মুসলমানদের রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতন, বিচার ব্যবস্থায় দলীয় করন, সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে প্রবাসী সংগ্রাম পরিষদকে অগ্রনী ভূমিকা রাখতে আহবান জানান। বিশেষ করে আর্থিক সাশ্রয়ের কথা বলে বাংলাদেশে ব্রিটিশ ভিসা প্রসেসিং অফিস ঢাকা থেকে দিল্লীতে স্থানান্তরের প্রক্রিয়া রুখতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে প্রবাসীদের প্রতি আহবান তিনি। তিনি গত ১৯ আগষ্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের ডেল সেন্টারে প্রবাসী সংগ্রাম পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলি বলেন। এছাড়া তিনি দেশে প্রবাসী হয়রানী, সিলেট টু লন্ডন রোড়ে বিমান চলাচল চালুসহ অযুক্তিক বৃটিশ ভিসা ফি বৃদ্ধি বন্ধে কার্যকর আন্দোলন করতে প্রবাসী সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
প্রবাসী সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল বাছিত বাদশার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল হাসনাত এর পরিচালনায় বিপুল সংখ্যক কমিউনিটি ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি স্পীকার কাউন্সিলার অহিদ আহমদ, মাসিক দর্পন সম্পাদক রহমত আলী, শিক্ষাবিদ আব্দুল গনি, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, তরুন রাজনীতিবিদ জসিম উদ্দিন সেলিম, কমিউনিটি নেতা আব্দুল মালিক কুটি, খাজাঞ্চী জনকল্যান ট্রাষ্টের সভাপতি আব্দুল বাছিত রফি, দশঘর প্রগতী ট্রাষ্টের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমদ, সংগ্রাম পরিষদ নেতা গোলজার আহমদ ফয়ছল, বখতিয়ার খান, ।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক তাইসির মাহমুদ, আব্দুল কাইয়ুম, আব্দুল হাই সঞ্জু, জাকির হোসেন কয়েছ, ইব্রাহিম খলিল, কমিউনিটি নেতা আব্দুল হামিদ, এরশাদুর রহমান, কবির আহমদ, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, নিজাম উদ্দিন, এডভোকেট খলিলুর রহমান, আবুল কালাম, জামাল উদ্দিন, বাবুল মিয়া, হারিছ আলী, লোকমান আহমদ, সুলেইমান আহমদ, মো: ফয়জুন নুর, মো: আব্দুর রউফ, মো: জয়নাল মিয়া কোরেশী, কামাল উদ্দিন আহমদ, মুহিবুর রহমান মঈন, নুরুল ইসলাম, মাসুক মিয়া শামীম, হুমায়ুন খাঁন মনসুর, মো: আল তাহা তাহমিদ, আবুল কালাম, লিটন মিয়া,
সম্মেলন শেষে আব্দুল বাছিত বাদশাকে সভাপতি, গোলজার আহমদ ফয়ছলকে সাধারণ সম্পাদক, বখতিয়ার আহমদ খানকে সাংগঠনিক সম্পাদক করে প্রবাসী সংগ্রাম পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি