আদর্শ বড় ব্যবসায়ী হতে চায় বদরুল

picবিশ্বনাথ প্রতিনিধি: আবদুল কাইয়ুম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার অংশ নিয়ে সিলেট কর্মাস কলেজ থেকে ব্যবসায়ী বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন ও দিলারা বেগমের দম্পতির দ্বিতীয় ছেলে। সে উপজেলা ভোগসাইল গ্রামের বাসিন্দা।
কাইয়ুমের পিতা জালালউদ্দিন চেয়ারম্যান জানান, আবদুল কাইয়ুম প্রতিদিন ১০-১২ ঘন্টা পড়ালেখা করেছে। অল্পের জন্য গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ায় জাবেদ কিছুটা হতাশ হলেও ছেলের ফলাফলে তারা কৃতজ্ঞ। আগামীতে তার ছেলে আরো ভাল ফলাফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষক, শিক্ষিকার অবদান রয়েছে। আগামী দিনের সুন্দর ভবিষৎত গড়তে ছেলের জন্য দোয়া কামনা করেন। তার ছেলের বড় ব্যবসায়ী হতে চায় বলে তিনি জানান।
জালালউদ্দিন বলেন, তার বড় ছেলে আবদুল কামাল সৌদি আরব কিং সইড ইনর্ভাসেটিতে ইংরেজি বিভাগে শিক্ষককতা করেন।