ভাই হন্তারক পুলিশ কর্মকতা শাকুর কারাগারে
জকিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল করিম হত্যাকারী মূলহোতা করিমের আপন সহোদর সিলেট মেট্রোপলিটন পুলিশের এ.এস.আই শাকুর গতকাল মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের র্নিদেশ দেন। এ.এস.আই শাকুর মঙ্গলবার আদালতে হাজির হবে এমন সংবাদ শুনে বিক্ষোব্ধ জনতা সকাল হতে আদালত প্রাঙ্গনে জড়ো হতে থাকে। সকাল ১০টায় চুপিসারে একটি মাইক্রোযোগে শাকুর আদালতে আসে। কেউ বুঝে উঠার আগেই আদালতে প্রবেশ করে শাকুর। আদালতে উভয় পক্ষের আইনজীবিদের শুনানী হয়। রাষ্ট্র পক্ষের সিএসআই জামিনের ঘোর বিরোধিতা করেন। শুনানী শেষে বিজ্ঞ বিচারক শাকুরের জামিন নামঞ্জুর করেন। উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে আপন সহোদরদের হাতে র্নিমম হত্যাকান্ডের শিকার হন চিরকুমার জকিগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল করিম। হত্যাকান্ডের ৩ দিন পর এ.এস.আই শাকুরসহ ৫ জনের বিরুদ্ধে শাকুরের ভাই ফাহিমের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে পুলিশ কর্মকতা শাকুরের ফাঁসির দাবিতে গতকাল পৌর শহরে শিক্ষক, ছাত্র ও জনতা মিলে বিশাল বিক্ষোভ মিছিল করেছে।