পরিচালক বেলাল আহমেদের মৃত্যুতে বাচসাসের শোক প্রকাশ
চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ আর নেই। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে রেখে গেছেন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় বাচসাস মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
প্রসংগত বেলাল আহমেদ সত্তর দশকের পরিচালক নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন। আশির দশকে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পরিচালনার প্রথম ছবি নাগর দোলা। তার পরিচালনা অন্যান্য ছবি- নয়নের আলো, স্বাক্ষী প্রমাণ, আমানত, গঙ্গা যমুনা, ক্রিমিনাল, ঘর আমার ঘর, নন্দিত নরকে ও অনিশ্চিত যাত্রা। তার সর্বশেষ পরিচালনায় অনুদানের ছবি নির্মাণাধীন ভালোবাসবই তো। বেলাল আহমেদ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপদেষ্টা কমিটির একজন সম্মানিত সদস্য। বিজ্ঞপ্তি