ছাতকে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোক র্যালী
ছাতক প্রতিনিধিঃ ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা প্রদ্যুৎ ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুম, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুুন্সি, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, মাস্টার আওলাদ হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুন ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা এমরান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক লাল দাস প্রমুখ। এর আগে উপজেলা সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।