বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দাবি : সেই তানিশা আবার রাজপথে
সুরমা টাইমস ডেস্কঃ জকিগঞ্জের খিলগ্রামের আনিকা তাবাস্সুম হক চৌধুরী তানিশার বয়স এখন ৯ বছরের কাছাকাছি। আওয়ামী ঘরনার সন্তান হিসেবে তানিশা দুই আড়াই বছর বয়সে মা-বাবার কাছ থেকে শুনে আসছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের লোমহর্ষক কাহিনী। তখন থেকেই সে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি দাবি করে আসছে। আড়াই বছর বয়সে ২০০৮ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সিলেট-জকিগঞ্জ রোডের শাহগলী নামক স্থানে প্রতিবাদ জানাতে চলে আসে রাজপথে। পরবর্তীতে ২০০৯ সালের ১৫ আগস্ট তার পরিবারের সবাইকে নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর করা না হলে আত্মহত্যার হুমকি দেয়। সর্বশেষ গতকাল শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফাঁসি কার্যকর না করলে কলসি গলায় বেধে আত্মহত্যার হুমকি দেয় তানিশা। শহীদ মিনারের সামনে অবস্থানকালে তার হাতে একটি কলসি ছিল। তবে একটি ছোট শিশুকে দিয়ে এভাবে আত্মহত্যার হুমকি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন অনেকেই। তবে এভাবে একটি শিশুকে দিয়ে আত্মহত্যার হুমকি দেয়াকে অনেকেই শিশুটির অভিবাভক মহলের প্রতি কটিক্তি করতে দেখা যায় ।