কুশিঘাট থেকে ৬ লাখ টাকা ছিনতাই
সিলেটের কুশিঘাট এলাকায় এক শিক্ষকের কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বুধবার দুপুর আড়াইটার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা হাফিজ মোহাম্মদ আলী গাছবাড়ি পুবালী ব্যাংক শাখা থেকে ৬ লাখ উত্তোলন করেন। ওই টাকা দিয়ে একটি সিএনজি অটোরিকশা ক্রয় করতে তিনি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন।
অটোরিকশাযোগে মোহম্মদ আলী সিলেট নগরীতে আসার পথে কুশিঘাট এলাকায় আসামাত্র ২টি মোটর সাইকেলযোগে ৭ জন যুবক এসে তার অটোরিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা মোহাম্মদ আলী ও সিএনজি অটোরিকশা চালককে মারধর করে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। তবে ছিনতাইর ব্যাপারে পুলিশকে অবগত করা হয়নি বলে জানান শাহপরান থানার ওসি শাখাওয়াত হোসেন।