শ্রীমঙ্গল বিজিবির উদ্যোগে সবুজায়ন ও মৎস্য পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন
মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজারে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে সবুজায়ন সপ্তাহ ও মৎস্য পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ক্যাম্পাসে এ কর্মসূচীর উদ্বোধন করেন সেক্টও কমান্ডার তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ১৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কাওছার সাইফ উদ্দিন চৌধুরী, ৫২ বিজিবর অধিনায়ক লে. কর্ণেল রেজা, ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরমান খান, মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন, প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী ও রাজা ফিসারীজের স্বত্তাধিকারী মাষ্টার গোলাম মোস্তফা রাজা। আগামী এক সাপ্তাহে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোকে ব্যাটেলিয়ান ক্যাম্পাস ও বিওপি গুলোতে দুই হাজার চারা রোপন করা হবে। এবং প্রত্যেকটি পুকুরে ও লেইকে লক্ষাধিক পোনা অবমুক্ত করা হবে।