জন্মাষ্ঠমী মহোৎসব উপলক্ষ্যে ইস্কন সিলেটের কর্মসূচি
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সিলেট পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী মহোৎসব উপলক্ষ্যে ব্যাপক কমসূচি গ্রহণ করেছে। আগামী ১ ভাদ্র, ১৮ আগস্ট সোমবার শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী মহোৎসব উপলক্ষ্যে সারা দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠান সুচির মধ্যে রয়েছে, ১ ভাদ্র, ১৮ আগস্ট সোমবার মধ্যরাত্রী পর্যন্ত নির্জলা উপবাস। সকাল ৫টায় উদয়-অস্ত ‘র্কীতন মেলা’, সকাল ৯টায় নগর সংকীর্তন শোভাযাত্রা, দুপুর ১২টায় কৃষ্ণ লীলা, বিকেল ৫টায় আরতি, পরিবেশনায় শ্রী অচিন্ত নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, রাত ৮টায় পারমার্থিক ম্যাগাজিন অনুষ্ঠান, পরিচালনায় জাগ্রত ছাত্র সমাজ ইস্কন সিলেট, রাত সাড়ে ১০টায় শ্রী কৃষ্ণের মহা অভিষেক অনুষ্ঠান, রাত সাড়ে ১২টায় অনুকল্প মহা প্রসাদ বিতরণ। পরদিন ২ ভাদ্র, ১৯ আগস্ট মঙ্গলবার নন্দোৎসব ও ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শীল এ সি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ১১৮ তম শুভ আবির্ভাব তিথি। বেলা সাড়ে ১১টায় শীল প্রভূপাদের অভিষেক অনুষ্ঠান, দুপুর সাড়ে ১২টায় শীল প্রভূপাদের মহিমা কীর্তন ও অফারিং লেটার পাঠ, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৪টায় বৈদিক চলচ্চিত্র ‘অভয়চরন’ এবং রাত সাড়ে ৮টায় ম্যাগাজিন অনুষ্ঠান পরিচালনা করবে ইস্কন সিলেট। উক্ত জন্মাষ্ঠমী মহাৎসবে সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে স্বতঃস্ফুর্তভাবে উপস্থিত থাকার জন্য ইস্কন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি