শেষ হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
সংগ্রাম কমিটির পুরো প্যানেল বিজয়ী
মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দ্বি-বাষিক কার্যকারী কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে চা শ্রমিকনেতা মাকন লাল কর্মকার ও সম্পাদক পদে রাম ভজন কৈরী ।
গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২০টি উপজেলায় প্রায় ৯৫ হাজার ভোটার তাদের ভোট দিয়ে এ কমিটিকে নির্বাচিত করে। নির্বাচনে সংগ্রাম কমিটি পুরো প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। প্রাপ্ত ভোটের মধ্যে সভাপতি পদে বিজয়ী মাকন লাল কর্মকার পেয়েছেন ৬৫ হাজার ১২৫ ভোট, নিকটতম সভাপতি প্রার্থী বিজয় বুনার্জী পেয়েছেন ১৭ হাজার ৯শত ৬৭ ভোট। সম্পাদক পদে বিজয়ী রামভজন পেয়েছেন ৬৫ হাজার ৯৫৭ ভোট সম্পাদক নিকটতম সীতারাম অমলিক পেয়েছেন ৭হাজার ২৭১ ভোট। গতকাল সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রম কল্যান অধিদপ্তর থেকে এ তথ্য দেয়া হয়।