ঘুম থেকে জেগে উঠলেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

Sylhet-Zila-Press-Club2সুরমা টাইমস ডেস্কঃ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবন্দি দৈনিক সবুজ সিলেট’র সম্পাদক মুজিবুর রহমানের হাইকোর্টের দেয়া জামিন নিম্ন আদালত থেকে নামঞ্জুর করার এক সপ্তাহ পর ঘুমের ঘোর কেটেছে সিলেট জেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের।
গতকাল সিলেট জেলা প্রেস জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ফের খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আদালতে নিজে জাল দলিল সৃষ্টি করে উল্টো জালিয়াতির অভিযোগ দাখিল করে বড়লেখা থানার গল্লাসাঙ্গন গ্রামের শফিক উদ্দিনের ছেলে জুবের আহমেদ। ওই মামলাটি সম্পর্কে মুজিবুর রহমান কিছুই জানতেন না। সম্প্রতি হঠাৎ করে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে আদালতে একটি সমন জারি করেছেন। এরপরই আইনের প্রতি শ্রদ্ধাশীল সম্পাদক মুজিবুর রহমান উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নিয়ে আসেন। উচ্চ আদালতের আদেশ মত গত সোমবার নিম্ন আদালতে হাজির হন সবুজ সিলেট সম্পাদক মুজিবুর রহমান। সিলেট মূখ্য মহানগর হাকিম ১ম আদালতের বিচারক মো. শাহেদুল করিম সকাল ১১:৩০ টায় প্রায় ঘন্টা ব্যাপি মামলার শুনানি করে পূনঃশুনানির জন্য দুপুর ১২:৩০ টায় সময় দেন। দুপুরে আরও ঘন্টাব্যাপি শুনানির পর বিচারক মো. শাহেদুল করিম আবারও পূনঃশুনানির জন্য সময় দেন বিকেল ২:৩০ টায়। পরবর্তীতে বিকেল ৩:৩০ ঘটিকার সময় আদালতের এজলাসে হাজির হন বিচারক মো. শাহেদুল করিম। এ সময়ও মুজিবুর রহমানের আইনজীবি এডভোকেড রেজাউল করিম ও তার সঙ্গীয় প্রায় ১৫/২০ জন আইনজীবি প্রায় ঘন্টা ব্যাপি যুক্তিতর্ক উপস্থাপনা করেন। এরপর সিলেট মূখ্য মহানগর হাকিম ১ম আদালতের বিচারক মো. শাহেদুল করিম দৈনিক সবুজ সিলেট’র সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান, তার সম্মন্ধি ব্যাবসায়ী মোঃ সেলিম আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। সিলেট জেলা প্রেস ক্লাবের আজীবন সদস্য, সিলেটের জনপ্রিয় দৈনিক পত্রিকা সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশকের গ্রেফতারের পরদিন থেকেই প্রতিদিন সিলেটের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও ব্যাক্তিবর্গ এহেন ঘটনার নিন্দা ও সম্পাদকের নিঃসর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি পাঠিয়েছেন। সিলেট জেলার প্রায় সব কটি থানার প্রেসক্লাবের পক্ষ থেকেও ইতোমধ্যে নিন্দা জানিয়ে সম্পাদকের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। তবে ঘটনার এক সপ্তাহ পর সিলেট জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সবুজ সিলেট সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ফের খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।