মুক্তিযুদ্ধের সংগঠক আ’লীগ নেতা মনু মিয়ার দাফন সম্পন্ন

photoতজম্মুল আলী রাজু, বিশ্বনাথঃ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হওয়া মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কমিটির সহ-সভাপতি ও সাবেক সভাপতি, বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের অধিবাসী মো. মনু মিয়া (৮২)’র দাফন গতকাল বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। উপজেলার নতুনবাজারস্থ অটোরিকসা স্ট্যান্ডে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।.মো. মনু মিয়া গত শুক্রবার সাড়ে ৭টায় যুক্তরাজ্যের লন্ডনে ‘কিং জর্জ হাসপাতালে’ মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর লাশ দেশে এসে পৌঁছায়। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সিলেট ওসমানী আন্তজার্তিক বিমান বন্দর থেকে লাশ নিয়ে মরহুমের নিজ গ্রামের বাড়ী উপজেলার জানাইয়া গ্রামে পৌঁছান। জানাজার নামাজের জন্য লাশ উপজেলা সদরে আনা হলে সেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের পরিচালনায় জানাজার নামাজ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম খান অ্যাডভোকেট, শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহউদ্দিন সিরাজ অ্যাডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ন.ম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা শাহ মোদাব্বির হোসেন মানিক মিয়া অ্যাডভোকেট, এস.এম. নুনু মিয়া, সভাপতি আব্দুস জহির চৌধুরী সুফিয়ান, সহ-সভাপতি শাহ ফরিদ আহমদ অ্যাডভোকেট, যুগ্ম-সম্পাদক নিজামউদ্দিন অ্যাডভোকেট, সাংগঠনিক সম্পাদক শাহ মোশাহিদ আলী অ্যাডভোকেট, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্ঠা শাহ ফারুক আহমদ অ্যাডভোকেট, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু-জাহিদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূরউদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাংগঠনিক সম্পাদক আমির আলী, সাবেক সাধারণ সম্পাদক আছলম খান, ছয়ফুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. পংকি খান, রামাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, উপজেলা যুবলীগের আহবায়ক মখদ্দছ আলী, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, জানাইয়া গ্রামবাসির পক্ষে বক্তব্য রাখেন মবশ্বির আলী ও মরহুমের বড় ছেলে রাসেল আহমদ।
মরহুমের জানাজার নামাজ ও নামাজ পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা গনতন্ত্রী পাটির সহ-সভাপতি আবদুল হান্নান, উপজেলা বিএনপির আহবায়ক জালালউদ্দিন চেয়ারম্যান, সদস্য আবদুল হাই, জেলা জাতীয় পার্টির সদস্য রফিকুল আলম লালু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইমাদউদ্দিন মাষ্ঠার, ব্যাংকার তাজউদ্দিন, ব্যবসায়ী লেচু মিয়া, আবদুল মান্নান, মঈনুর রহমান, নোয়াব আলী, আজিজ মিয়া, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাউদ্দিন, ইউপি সদস্য আকবর আলী, নুরুল হক, রনজিত ধর রন, সাবেক ইউপি সদস্য আবদুস শহীদ, বাবরুছ আলী, মাদ্রাসা শিক্ষক মাওলানা শিব্বির আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফিরুজ আলী, মো. আসাদুজ্জামান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক সাজিদ আলী, আওয়ামী লীগ নেতা শফিকউদ্দিন স্বপন, অ্যাডভোকেট তপন দাশ, জয়ন্ত আচর্য্য, বশারত আলী বাছা, আব্দাল মিয়া, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল মোমিন, সুফি মিয়া, তাজউদ্দিন খান শিশু, ময়না মিয়া, সমর দাশ, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান, জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, আবুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, সজল বৈদ্য, আবদুল আজিজ সুমন, তাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, আবদুল মুকিদ সুমন, রাজু আহমদ খান, তোফায়েল আহমদ প্রমুখ।