মাওয়ায় লঞ্চডুবি, যাত্রী সংখ্যা নিয়ে বিভ্রান্তি ! (ডুবে যাওয়ার মুহূর্তের ভিডিও সহ )
সুরমা টাইমস রিপোর্টঃ মুন্সিগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে মাওয়া ঘাটে পদ্মা নদীতে আজ সোমবার বেলা ১১টার দিকে এমভি পিনাক-৬ লঞ্চডুবিতে এ পর্যন্ত প্রায় ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে সুত্রে জানা গেছে। তাদের পরিচয় জানা যায়নি। তবে তীব্র বাতাসের কারনে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মাকসুদুর রহমান আকন্দ এ তথ্য জানিয়েছেন।
এরইমধ্যে ১২ জনের একটি ডুবরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকার কারণে লঞ্চটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তারা জানান, লঞ্চটি মাওয়া আসার পথে মাঝনদীতে ডুবে যায়। এতে ৪০০ থেকে ৫০০ জন যাত্রী থাকতে পারেন। তবে বেঁচে আসা যাত্রীরা জানিয়েছেন এর চেয়ে অনেক যাত্রী ছিল লঞ্চটিতে।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর টাগ-বোটের (একপ্রকার জাহাজ) সাহায্যে উদ্ধারকাজ চলছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে ১১০ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। http://www.youtube.com/watch?v=10eON8Qz4pg