শাল্লায় যুবতীর লাশ উদ্ধার
জুবের সরদার দিগন্ত: সুনামগঞ্জের শাল্লা সদর উপজেলার রামপুর গ্রামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সকাল সাড়ে সাতটায় আফরোজা বেগম (২০) নামের ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। সে রামপুর গ্রামের নূরুল আমিনের মেয়ে ও কালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রামবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল আমিন ভোর রাতে ঘর থেকে বের হয়ে হাওওে যান মাছ ধরতে, তিনি মাছ ধরা থেকে ফিরে এসে দেখতে পান ঘরের দরজা বন্ধ। পরে তিনি মেয়ের নাম দরে ডাকতে শুরু করেন কিন্তু কোনো সাড়া না পেয়ে জানালার ফাক দিয়ে থাকাতেই দেখতে পান ঘরের তীরের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। মেয়ের এমন অবস্থা দেখে নুরুল আমিন চিৎকার করতে শুরু করেন, তার আর্থচিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘটনাটি দেখে থানায় খবর দিলে, শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
এ ব্যাপারে শাল্লা থানার ওসি আনিছুর রহমানের সাথে কথা বললে, তিনি জানান, লাশ হস্তানন্তর করে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।