কোটি টাকা ব্যয় করে বেড়িবাঁধ : অতঃপর শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজার সংলগ্ন নিজ দলইকান্দি গ্রামসহ আশপাশ এলাকায় একদিকে সুরমা নদীর ভাঙ্গনরোধ কোটি টাকা ব্যয় করে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। অপর দিকে ভয়াবহ নদী ভাঙ্গন কবলিত উক্ত এলাকা থেকে শক্তিশালী একাধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। গাছবাড়ী এলাকার সুরমা নদীর ভাঙ্গন কবলিত নদী তীরবর্তীর সর্বস্তরের জনসাধারণ ও গাছবাড়ী বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান, ঘর-বাড়ি, স্কুল-মাদ্রাসা, রাস্তা-ঘাট নদীগর্ভে বিলীন হওয়ার আশাঙ্খায় ড্রেজার মেশিন দিয়ে ভাঙ্গন কবলিত নিজ দলইকান্দি গ্রাম ও গাছবাড়ী বাজারের পাশ থেকে বালু উত্তোলন বন্ধ করার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে বহু অভিযোগ দেয়ার পরও কোন প্রতিকার পাচ্ছেন না। সুরমা নদীর ভাঙ্গন কবলিত উভয় পাড় থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে সম্প্রতি ড্রেজার মেশিনের ভাড়াদার ও বালু মহালের ইজারাদার তালবাড়ী গ্রামের জাবির আশরাফ চৌধুরী ও তার মনোনীত লাঠিয়াল বাহিনীর হাতে বালু উত্তোলনে বাঁধা প্রদানকারীরা লাঞ্চিতের শিকার হয়েছেন। এ নিয়ে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার লোকজনের সাথে ইজারাদারের সংর্ঘষ হয়েছে। বেশ কয়েকজন নির্যাতনের শিকারও হয়েছেন। নদী ভাঙ্গন কবলিত গাছবাড়ী বাজার ও আশপাশ গ্রাম থেকে এলাকাবাসীর বাঁধা নিষেধ উপেক্ষা করে অদ্যাবধি পর্যন্ত ইজারাদার নিজের শর্ত ভঙ্গ করে একাধিক ড্রেজার মেশিন দিয়ে লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করায় জনমনে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে যেকোন সময় ইজারাদার ও তার মনোনীত প্রভাবশালী লাঠিয়াল বাহিনীর সাথে স্থানীয় লোকজনের মধ্যে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করায় সম্প্রতি কানাইঘাট থানা পুলিশ প্রশাসন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরজমিন পরিদর্শন করে নিজের বিভিন্ন শর্ত ভঙ্গ করে ভাঙ্গন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন করায় নদীগর্ভে এলাকার ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে এবং যে কোন সময় স্থানীয় মানুষের মধ্যে তীব্রক্ষোভের সঞ্চার ও পক্ষদ্বয়ে মধ্যে দাঙ্গা-হাঙ্গামা হতে পারে এমন প্রতিবেদন কর্তৃপক্ষ বরাবরে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, কানাইঘাটের তালবাড়ী গ্রামের জাবির আশরাফ চৌধুরী ১৪২১ বাংলা সনের জন্য গাছবাড়ী নিজ দলইকান্দি মৌজার জে.এল.নং-১১৮, খতিয়ান নং-০১, দাগ নং-২২১৬, জমির পরিমাণ-১১.৬৮ একর ভূমি বালু মহাল ২২ লক্ষ ৪ হাজার টাকায় লীজ গ্রহণ করেন।কিন্তু সরজমিনে গিয়ে দেখা গেছে নিজ দলইকান্দি মৌজার অন্তর্ভুক্ত বালু মহালের অনেকাংশ মারাত্মক নদী ভাঙ্গন কবলিত। পাশে কানাইঘাটের প্রাচীনতম গাছবাড়ী বাজার অবস্থিত। চলতি বছর নিজ দলইকান্দি মৌজার অন্তর্ভুক্ত নয়াগ্রাম, সরদারমাটি, বাণীগ্রাম ও গাছবাড়ী বাজার নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড কোটি টাকা ব্যয় করে ব্লক নির্মাণ করে বেড়িবাঁধ দিয়েছে। উক্ত ভাঙ্গন কবলিত এলাকা থেকে মূলত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় লোকজন ও গাছবাড়ী বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কাজের তদরকী করছেন স্থানীয় ছত্রপুর গ্রামের এনাম উদ্দিন। তিনি একজন সরকারী চাকুরীজীবি। কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের হেল্থ এসিস্ট্যান্ট পদে কর্মরত। কিন্তু তিনি সরকারী কর্মস্থলে বেশি সময় না থেকে বালু ব্যবসার সাথে লিপ্ত রয়েছেন। গতকাল সোমবার সরজমিনে ভাঙ্গন কবলিত গাছবাড়ী এলাকায় গেলে বেলা ২টার সময় ড্রেজার মেশিনের তদারকী করতে দেখা যায় এনাম উদ্দিনকে। এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বালু উত্তোলনের বিষয়টি তিনি তদারকী করে থাকেন। ভাঙ্গন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে দাবী করেন। বালু মহালের ইজারাদার জাবির আশরাফ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাঙ্গন কবলিত গাছবাড়ী বাজার এলাকার নিজ দলইকান্দি বালু মহালটি কি করে ইজারা দিলেন জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে আপনারা জানেন। আমি বৈধভাবে ইজারা নিয়েছি বিধায়, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি। জেলা প্রশাসক ভাঙ্গন কবলিত এলাকা ব্যতিরেখে অন্যত্র আমাকে বালু উত্তোলনের সুযোগ দিলে আমি এখান থেকে বালু উত্তোলন করব না।