নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সুনামগঞ্জের ৪ ডাকাত আটক

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ফাদুল্লা গ্রামবাসী গত রবিবার দিবাগত গভীর রাতে ৪ ডাকাতকে আটক করে দেশীয় অস্ত্রসহ আটক করে গতকাল সোমবার সকালে নবীগঞ্জ থানা পুলিশের নিকট সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা নং ৫,ধারা ৩৯৯/৪০২ দঃবিঃ দায়ের করা হয়েছে। আটককৃত ডাকাত ছালিক মিয়া,মর্তুজ আলী,মইনুল হক ও আব্দুল মুকিদকে পুলিশ কোর্ট হাজতে প্রেরন করেছে।

পুলিশ সুত্রে জানাগেছে, গত রবিবার দিবাগত গভীর রাতে দিকে দক্ষিন সুনামগঞ্জ থানার বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ছালিক মিয়া (৪২),একই গ্রামের ছেরাগ আলীর ছেলে মর্তুজ আলী (৩২),দিরাই থানার ধল কুতুব গ্রামের রহমত উল্লার ছেলে মইনুল হক(৩৫) এবং আব্দুল মালেকের ছেলে আব্দুল মুকিদ (৩৪) একটি ইঞ্চিন চালিত নৌকা নিয়ে কুশিয়ারা নদীতে সন্দেহজনক ভাবে ঘুরা ফেরা করলে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে ফাদুল্লাহ গ্রামবাসী মিলে নৌকাসহ ৪ ডাকাতকে আটক করেন। এ সময় ডাকাতরা দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লাহ গ্রামের রসিক আলীর বাড়িতে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানায়। গতকাল সোমাবার সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ আটককৃত ডাকাতদের থানায় নিয়ে আসেন। ডাকাতদের ব্যবহৃত রামদা,পিকল,লোহার রড,সাবলসহ একটি ইঞ্চিত চালিত নৌকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নৌকাটি মাধবপুর থানা এলাকা থেকে চুরি করে আনা হয়েছিল বলে জানাগেছে।